হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায়

হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ

বন্ধুরা বিশ্বের একটি সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বর্তমানে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় পরিণত হয়েছে। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপের শক্তিশালী এনক্রিপশন বিচারের কারণে হোয়াটসঅ্যাপে থাকা চ্যাটিং নিরাপত্তা অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেক ভালো। তাই প্রতিদিন মানুষ নানা প্রয়োজনে হোয়াটসঅ্যাপে একে অপরের সাথে যোগাযোগ করে থাকেন।

আজকের আলোচ্য বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনাদের এসএমএস ডিলিট হয়ে যায় সেটি কিভাবে ফিরে পাবেন। হোয়াটসঅ্যাপের এসএমএস চ্যাট ডিলিট হয়ে যেতে পারে কারণ অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক বা ইনস্ট্রামেন্ট মতো তাদের নিজস্ব কোন সার্ভার নেই বলে।

হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায়

আপনি যদি বলেন হোয়াটসঅ্যাপ থেকে যদি চ্যাট ডিলিট হয়ে যায় এটি কি ফিরে পাওয়া সম্ভব?? তাহলে আমি বলব হ্যাঁ এটিই ফিরে পাওয়া সম্ভব। তবে কিছু আপনাকে সত্য মেনে চলতে হবে। মেসেজের একটি রিকভারি অপশন রয়েছে আপনারা যদি এখানে এপ্লাই করেন তাহলে আপনার মেসেজগুলো ফিরে আসতে পারে।

অ্যান্ড্রয়েড

বর্তমানে অ্যান্ড্রয়েডের ডিভাইসগুলোতে বেশকিছু স্বয়ংসম্পূর্ণ ফিচার রয়েছে আপনারা যদি সেখানে ব্যাকআপ হিসেবে ক্লাউডে ব্যাকআপ অপশনটি চালু করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের মেসেজ গুলো আবার ফিরে পাওয়া যাবে। এই ফিচারটি আপনারা নিজের মোবাইলে করতে পারবেন। এসব টেক্সট এর পাশাপাশি ছবি ভিডিও ব্যাকআপ নেওয়া থেকে এই উপায়ে হোয়াটসঅ্যাপে সেটিং প্রবেশ করলে chat option থেকে chat backup অপশনটি ট্যাপ করলেই চালু হয়ে যাবে।

WHATSAPP-এ ডিলিট হওয়া মেসেজ কীভাবে দেখবেন?

  • সবার প্রথমে Google Play Store থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন WhatsRemoved+ ডাউনলোড করতে হবে।
  • ফোনে WhatsRemoved + অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পরে, এটি খুলুন এবং টর্ম এন্ড শর্তে OK ক্লিক করতে হবে।
  • ডাউনলোড হওয়ার পরে অ্যাপটি ওপেন করুন এবং তারপরে আপনার ফোনের নোটিফিকেশনের অ্যাক্সেস দিতে হবে।
  • এবার কোন অ্যাপের জন্য আপনি নোটিফিকেশন চাইছেন, সেই অ্যাপটি সিলেক্ট করতে হবে। সেই লিস্টে WhatsAp
  • সিলেক্ট করুন আর তারপরে Next অপশনে ক্লিক করুন।
  • এখানে YES অপশনে ক্লিক করার পরেই Allow বাটনে ক্লিক করতে হবে এবং Save Files বিকল্পে আসতে হবে।
  •  এবার আপনি একটি পেজে যাবেন যেখানে সমস্ত ডিলিট হওয়া মেসেজগুলি আপনি দেখতে পারবেন।
  •  আপনার স্ক্রিনের উপরে ডিডেক্টেড অপশনের কাছে হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করতে হবে।
  •  এই সেটিংস এনেবল করার পরে, আপনি সমস্ত ডিলিট হওয়া WhatsApp মেসেজ পড়তে পারবেন।

আইফোন

এন্ড্রয়েড এর হোয়াটসঅ্যাপ চ্যাট এর মতো আইফোনেও ক্লাউড ব্যাকাপ নেওয়া যাবে। আইফোনে হোয়াটসঅ্যাপ এর চ্যাট ব্যাকাপ জমা থাকে আইক্লাউড ড্রাইভে। একাউন্ট সেটিংসে প্রবেশ করে লাস্ট ব্যাকাপ এর সময় পর্যন্ত দেখা যাবে। আইক্লাউডে আগে থেকে ব্যাকাপ নিয়ে রাখলে বেশ সহজে ডিলিট করা চ্যাট রিকভার করা যাবে। আইফোনে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনতেঃ

  • প্রথমে ফোন ইন্সটল থাকা হোয়াটসঅ্যপ আনইন্সটল করে দিন
  • এরপর অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নতুনভাবে ডাউনলোড করুন
  • অ্যাপ ইন্সটল করার পর স্ক্রিনে দেওয়া ইন্সট্রাকশন অনুসরিণ করে ব্যাকাপ থেকে চ্যাট রিকভার করুন

উপরে যেগুলো আমরা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এভাবে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের খুব সহজে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাকআপ হিসেবে চ্যাট আনতে পারবেন। এছাড়া আপনাদের অন্য কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *