নগদ বাংলাদেশের একটি সরকারি মোবাইল ব্যাংকিং। এটি মূলত এটি মূলত পোস্ট অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়। বাংলাদেশের অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে। সর্বনিম্ন ক্যাশ আউট নগদ নিয়ে থাকে। আজকের আমরা পোস্টটি সাজিয়েছি নগদ এর ক্যাশ ইন এবং ক্যাশ আউটের মোবাইল চার্জ নিয়ে।
বাংলাদেশে বর্তমানে এখন অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন বিকাশ, রকেট, উপায়, আরো অন্যান্য ব্যাংকের মোবাইল ব্যাংকিং গুলো। এর সবগুলো ক্যাশ আউট চার্জ হাজারে 18 টাকা নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে একমাত্র নগদেই সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ প্রযোজ্য করে।

Nagad cash out charge
নগদে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ
আপনি যদি নগদে ক্যাশ আউট করতে চান। তাহলে আপনাকে হাজারে 9.99 টাকা প্রযোজ্য করা হবে। এবং ভ্যাটসহ 11. 49 টাকা কেটে নেওয়া হবে। এদিকে অন্যান্য ব্যাংকিং গুলো হাজারে 18 টাকা করে নিয়ে থাকে।
মাধ্যম | ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে (ভ্যাট ছাড়া) |
ক্যাশ আউট চার্জ – প্রতি হাজারে (ভ্যাট সহ) |
অ্যাপ | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা |
ইউএসএসডি | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
- সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য থাকবে
- যেখানে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ অ্যাপসের মাধ্যমে ১১.৪৯ দেখানো হয়েছে সেখানে প্রকৃত পরিমাণ ১১.৪৮৮৫ এবং ইউএসডিটি প্রতি হাজারে চার্জ দেখানো হয়েছে ১৪.৯৪ পয়সা সেখানেই প্রকৃত পরিমাণ ১৪.৯৩৮৫ থাকবে.
বিশেষ দ্রষ্টব্য: নগদ একটি অ্যাপ রয়েছে। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। নগদ অ্যাপ্লিকেশনটি ইউজ করলে। অনেক রকম অফার ও সুযোগ-সুবিধা পেয়ে যাবেন।
নগদে ক্যাশ আউট করার পদ্ধতি
আপনি যদি নগদ এর গ্রাহক হয়ে থাকেন। নগদ লেনদেন করতে চান। তাহলে আপনাকে ক্যাশ আউট এর ক্ষেত্রে আপনি চাইলে নগর অ্যাপ দিয়ে ক্যাশ আউট করতে পারেন। অথবা কোডের মাধ্যমে ডায়াল করে ক্যাশ আউট করতে পারেন।
- নগদ উদ্যোক্তা পয়েন্টে যান
- আপনার নগদ অ্যাপ লগ ইন করে বা *১৬৭# ডায়াল করে “Cash-Out” অপশন সিলেক্ট করে ট্যাপ করুন “From Uddokta” অপশন
- QR কোড স্ক্যান করুন অথবা উদ্যোক্তার নাম্বার টাইপ করুন
- আপনার ক্যাশ আউট পরিমাণ দিন
- আপনার পিন নাম্বারটি টাইপ করুন (আপনার পিন নাম্বারটি গোপন রাখুন )
- লেনদেনটি নিশ্চিত করুন
সুতরাং উপরের আলোচনা থেকে নগতের ক্যাশ আউট চার্জ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এছাড়া নগরীর বিভিন্ন অফারও গ্রাহকদের জন্য সুযোগ-সুবিধাগুলো আমরা পরবর্তী পোস্টে যুক্ত করব ধন্যবাদ।